নিউজ ডেস্ক : জঙ্গিবাদের বিরুদ্ধে সোমবার (০১ আগস্ট) দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন, ৠালি ও সমাবেশের আয়োজন করা হয়েছে। ওইদিন বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাস বা পাশ্ববর্তী স্থানে এ কর্মসূচি পালিত হবে।
আজ রবিবার(৩১ জুলাই) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) আয়োজিত সংবাদ সম্মেলন এ তথ্য জানান ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।
তিনি জানান, কর্মসূচিতে বিভিন্ন স্কুল-কলেজ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো যোগ দিতে পারবে। সারাদেশের প্রায় ৪৫ লাখ মানুষ এসব কর্মসূচিতে অংশ নেবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
কেন্দ্রীয়ভাবে কোনো কর্মসূচি না থাকলেও ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৫টি কলেজ নিয়ে এ কর্মসূচি পালন করা হবে।
এতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ইউজিসি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেবেন।
Be the first to comment on "সোমবার দেশের সব বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবিরোধী মানববন্ধন"