নিউজ ডেস্ক: পবিত্র রজনী শবে বরাত উপলক্ষে প্রয়াত স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
রোববার (২২ মে) রাত সাড়ে ৮টায় শেরে বাংলানগরে জিয়াউর রহমান ও বনানীতে ছেলে কোকোর কবর জিয়ারত করেন তিনি।
এ সময় তার সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিদায়ী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেনসহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছিলেন।
Be the first to comment on "স্বামী-ছেলের কবর জিয়ারত করলেন খালেদা"