শিরোনাম

সড়ক পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা মূল চ্যালেঞ্জ: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক : সড়ক পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনাকে মূল চ্যালেঞ্জ হিসেবে আখ্যায়িত করে তা মোকাবেলায় সবার সকলের চেয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, আমার মূল চ্যালেঞ্জ হচ্ছে, পরিবহন ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা। এই চ্যালেঞ্জে আপনাদের সহযোগিতা আমি চাই। চালকদের জন্য ট্রেনিং ইন্সটিটিউশনের কাজ চলমান রয়েছে, থেমে নেই। বেসরকারী পর্যায়ে কিছু প্রশিক্ষণ সংস্থা থাকলেও চাহিদার তুলনায় একেবারে কম। অদক্ষ চালকও দুর্ঘটনার কারণ বলেও উল্লেখ করেন সেতুমন্ত্রী।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সড়কে দুর্ঘটনা রোধ ও যানজট দূর করার না ‘দৃশ্যমান দুটি ব্যর্থতা’র কারণে মন্ত্রী হিসেবে তিনি নিজেকে সফল মনে করেন না। যানজট আর দুর্ঘটনার জন্য দায়ী আমাদের মন-মানসিকতা। মন-মানসিকতা পরিবর্তন না হলে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে না। শৃঙ্খলা না আসলে দুর্ঘটনা বা যানজট হবেই। শিশুদের গাড়িচালক হিসেবে ব্যব্হার না করতে সকলের প্রতি অনুরোধ জানান সড়কমন্ত্রী।

নারী গাড়িচালকের সংখ্যা বাড়ানোর উপরে জোর দিয়ে তিনি বলেন, দেশে আরও ‘মহিলা ড্রাইভার’ দরকার। তাদের ‘মাথা ঠান্ডা’ থাকে বলে ঝুঁকি কম। তবে পুরুষদের মধ্যেও অনেক দক্ষ চালক আছে, তা না হলে তো বাংলাদেশে খালি দুর্ঘটনাই ঘটতো।

শহীদ নূর হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী মটর চালক লীগের আয়োজনে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ আলোচনা সভা। ওবায়দুল কাদের বলেন, শহীদ নূর হোসেন যে গণতন্ত্রর জন্য লড়াই করেছে, আত্মবলিদান দিয়েছে, সেই গণতন্ত্র স্বৈরাচার থেকে মুক্তি পেলেও বিপদ থেকে মুক্তি পায়নি। আজকে শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের যে অভিযাত্রা, সে অভিযাত্রা কি ঝুঁকি মুক্ত? গণতন্ত্রের এ অভিযাত্রা হচ্ছে- গণতন্ত্রকে সংহত করা, প্রতিষ্ঠানিক রূপ দেয়ার। এই যাত্রা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলছে, এই যাত্রা অনেক ঝুকিপূর্ণ।

বিএনপির প্রতি ইংগিত করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ৫ জানুয়ারী নির্বাচনের পর পেট্রোল বোমা দিয়ে গাড়ির চালক পুড়িয়ে, দেশের গণতন্ত্রকে তারা পুড়িয়ে মারতে চেয়েছে। আজও গণতন্ত্রকে পুড়িয়ে মারার, গণতন্ত্রকে গুলি করে হত্যা করার, গণতন্ত্রকে রক্তাক্ত করার চক্রান্ত চলছে।

মটর চালক লীগের সভাপতি মো. আলী হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর ও সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. কালু শেখ প্রমুখ।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "সড়ক পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা মূল চ্যালেঞ্জ: ওবায়দুল কাদের"

Leave a comment

Your email address will not be published.


*