শিরোনাম

হত্যা মামলা করলেন দিয়াজের মা

নিউজ ডেস্ক : ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ও সংগঠনটির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর মৃত্যুর ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেছেন দিয়াজের মা জাহেদা আমীন চৌধুরী। আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিপলু কুমার দের আদালতে তিনি এ মামলা করেন।

আসামিদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রেসিডেন্ট আলমগীর টিটু, সহকারী প্রক্টর সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক আনোয়ার হোসেনের নাম আছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন দিয়াজের বড় বোন জোবায়দা সরোয়ার নিশা। তিনি জানান, এ বিষয়ে তারা বিকালে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করবেন।

উল্লেখ্য, রবিবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন এলাকার বাসা থেকে দিয়াজ ইরফান চৌধুরীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্ত প্রতিবেদনে দিয়াজ আত্মহত্যা করেছেন বলে জানানো হলেও পরিবারের দাবি তাকে খুন করা হয়েছে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "হত্যা মামলা করলেন দিয়াজের মা"

Leave a comment

Your email address will not be published.


*