নিউজ ডেস্ক : শশুর বাড়ীতে বেড়ানোর উদ্যেশ্যে সন্তান নিয়ে যাবারকালে শুক্রবার বিকেলে জেলার লাখাই উপজেলাধীন হাওরে ইঞ্জিন চালিত নৌকা ডুবিতে শিশুসহ একই পরিবারের ৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, পাশ্ববর্তী কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের বরাগীরকান্দি গ্রামের মৃত রমুজ মিয়ার ছেলে ও সন্তানদের পিতা হক মিয়া (৪৩), হক মিয়ার ছেলে মুজাহিদ (১০) ও মেয়ে জান্নাত আরা (৮) এবং হক মিয়ার ভাই লুপ মিয়ার ছেলে ভাতিজা সৌরভ (৮)। এই ঘটনায় স্থানীয় লোকজনের সহায়তা পাওয়ায় অল্পের জন্য নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে ৩ জন।
আদমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ফজলুল করিম বাদল জানান, কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম এলাকাস্থ আদমপুর ইউনিয়নের বরাগীরকান্দি গ্রাম থেকে পরিবারের ৭ সদস্যকে নিয়ে ইঞ্জিন চালিত নৌকায় করে লাখাই তার শ্বশুর বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন হক মিয়া। পথিমধ্যে দুপুর পৌনে ৩ টার দিকে হবিগঞ্জের লাখাই উপজেলাধীন ধলেশ্বরী নদী সংলগ্ন হাওরে নৌকাটি আকস্মিক ডুবে যায়। এমন পরিস্থিতি অবলোকন করতে পেরে স্থানীয় লোকজন হাওরে নেমে ৩ জনকে জীবিত এবং ওই ৪ জনের মরদেহ উদ্ধার করে। এসময় স্থানীয় লোকজন লাখাই থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌছে হতাহতদের পরিচয় নিশ্চিতসহ প্রথমে জীবিতদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং পরবর্তীতে সংশ্লিষ্টদের মৃতদেহ স্ব স্ব পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এদিকে মৃতদেহগুলো নিজ নিজ বাড়ীতে পৌছার পর এক হৃদয় বিদারক দৃশ্যেও অবতারনা ঘটে। সংশ্লিষ্ট গ্রামেও নেমে এসেছে শোকের ছায়া।
Be the first to comment on "হবিগঞ্জে নৌকাডুবিতে শিশুসহ নিহত একই পরিবারের ৪ জন"