নিউজ ডেস্ক: প্রয়াত নন্দিত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদ। গতকাল ১৯ জুলাই ছিলো তার চতুর্থ মৃত্যুবার্ষিকী। দেশবাসী ও ভক্তরা প্রিয় মানুষটিকে স্মরণ করেছে ভালোবাসায়।
হুমায়ূন আহমেদ সহিত্য রচনা ও নাটক-চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি গানও লিখতেন চমৎকার। তার বেশিরভাগ গানই সুর করেছেন ও গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এস আই টুটুল। এ গুণী মানুষের সঙ্গে টুটুলের অনেক স্মৃতি আছে যা অজানা। সেইসব স্মৃতির কথা জানাতে এই গায়ক হাজির হবেন আরটিভির নিয়মিত লাইভ স্টুডিও কনর্সাট ‘মিউজিক স্টেশন’-এ।
কথার ছলে গাইবেন হুমায়ূন আহমেদের লেখা ও তার প্রিয় কিছু গান। ফাঁকে ফাঁকে দর্শকদের সঙ্গে ফোনে সরাসরি আড্ডা দিবেন। শোনাবেন দর্শকদেরও পছন্দের গান।
শাহ আমীর খসরুর প্রযোজনায় আরটিভি মিউজিক স্টেশন প্রচারিত হবে আগামীকাল বৃহস্পতিবার (২১ জুলাই) রাত ১১ টা ২০ মিনিটে, আরটিভিতে।
Be the first to comment on "হুমায়ূন আহমেদ স্মরণে গাইবেন এস আই টুটুল"