শিরোনাম

হোমিও চিকিৎসক হত্যার দায় স্বীকার আইএসের

নিউজ ডেস্ক: কুষ্টিয়ায় হোমিও চিকিৎসক হত্যার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

আইএসের সহযোগী সংবাদ সংস্থা ‘আমাক’-এর বিবৃতিতে বলা হয়েছে, ‘বাংলাদেশের উত্তরাঞ্চলের কুষ্টিয়ায় খ্রিষ্টধর্ম প্রচার করেন এমন এক চিকিৎসককে হত্যা করেছে ইসলামিক স্টেটের যোদ্ধারা।’

প্রসঙ্গত, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকায় হোমিও চিকিৎসক সানোয়ার রহমানকে (৫৫) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

পুলিশ জানিয়েছে, সানোয়ার রহমান কুষ্টিয়ার সদর উপজেলার বটতৈল এলাকার শিশির মাঠের নিজ বাগানবাড়িতে মোটরসাইকেলযোগে এক বন্ধুসহ যাচ্ছিলেন। এ সময় ওত পেতে থাকা তিন দুর্বৃত্ত তাকে কুপিয়ে হত্যা করে একটি মোটরসাইকেলে করে পালিয়ে যায় ।

দুর্বৃত্তরা সানোয়ারের বন্ধু ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাইদুজ্জামানকেও (৫৮) কোপায়।

এদিকে শনিবার সানোয়ার রহমানের দাফন সম্পন্ন হয়েছে। সকাল ১০টার দিকে কুষ্টিয়া কালেক্টরেট চত্বর স্মৃতিস্তম্ভে জানাজা শেষে শহরের পৌর কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "হোমিও চিকিৎসক হত্যার দায় স্বীকার আইএসের"

Leave a comment

Your email address will not be published.


*