শিরোনাম

১ সেপ্টেম্বর থেকে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু

নিউজ ডেস্ক : ঈদে দক্ষিণাঞ্চলের নৌ পথে ঘরে ফেরা যাত্রীদের জন্য অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) থেকে।

পবিত্র  ঈদুল আযহা উপলক্ষে ইতোমধ্যে সড়কপথে ও ট্রেনে ঈদের অগ্রিম টিকেট বিক্রি শুরু হলেও নৌপথে এখনো বিক্রি শুরু হয়নি।

শনিবার সকালে বিআইডাব্লিউটিএ সদরঘাটের নৌ-নিরাপত্তা ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক জয়নাল আবেদিন এ তথ্য জানান। তিনি বলেন, নৌপথে ঘরে ফেরা যাত্রীদেরকে অবশ্যই নৌযানে ওঠার আগে টিকেট সংগ্রহ করতে হবে। জয়নাল আবেদিন বলেন, গত ঈদ থেকে নৌপথে যাত্রীদের জন্য এ টিকিট সার্ভিস চালু করা হয়েছে। লঞ্চে উঠতে যাত্রীদেরকে আগে অবশ্যই টিকিট সংগ্রহ করতে হবে। টিকিট ছাড়া কোনো যাত্রীকে লঞ্চে উঠতে দেওয়া হবে না।

সদরঘাট নৌ-টার্মিনালের পশ্চিমপাশে নির্মাণাধীন নতুন ভবনে ঈদে ঘরে ফেরা যাত্রীদের জন্য টিকিট কাউন্টার খোলা হবে। আর এ অগ্রিম টিকিট কাউন্টার যাত্রীদের জন্য উন্মূক্ত করা হবে ০১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)।

ঈদে ঘরে ফেরা যাত্রীদের নিরাপত্তা দিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে এ কর্মকর্তা আরও বলেন, যাত্রীরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয় সে বিষয়টিও বিশেষ নজরদারিতে রাখা হবে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "১ সেপ্টেম্বর থেকে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু"

Leave a comment

Your email address will not be published.


*