নিউজ ডেস্ক : ঈদে দক্ষিণাঞ্চলের নৌ পথে ঘরে ফেরা যাত্রীদের জন্য অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) থেকে।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইতোমধ্যে সড়কপথে ও ট্রেনে ঈদের অগ্রিম টিকেট বিক্রি শুরু হলেও নৌপথে এখনো বিক্রি শুরু হয়নি।
শনিবার সকালে বিআইডাব্লিউটিএ সদরঘাটের নৌ-নিরাপত্তা ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক জয়নাল আবেদিন এ তথ্য জানান। তিনি বলেন, নৌপথে ঘরে ফেরা যাত্রীদেরকে অবশ্যই নৌযানে ওঠার আগে টিকেট সংগ্রহ করতে হবে। জয়নাল আবেদিন বলেন, গত ঈদ থেকে নৌপথে যাত্রীদের জন্য এ টিকিট সার্ভিস চালু করা হয়েছে। লঞ্চে উঠতে যাত্রীদেরকে আগে অবশ্যই টিকিট সংগ্রহ করতে হবে। টিকিট ছাড়া কোনো যাত্রীকে লঞ্চে উঠতে দেওয়া হবে না।
সদরঘাট নৌ-টার্মিনালের পশ্চিমপাশে নির্মাণাধীন নতুন ভবনে ঈদে ঘরে ফেরা যাত্রীদের জন্য টিকিট কাউন্টার খোলা হবে। আর এ অগ্রিম টিকিট কাউন্টার যাত্রীদের জন্য উন্মূক্ত করা হবে ০১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)।
ঈদে ঘরে ফেরা যাত্রীদের নিরাপত্তা দিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে এ কর্মকর্তা আরও বলেন, যাত্রীরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয় সে বিষয়টিও বিশেষ নজরদারিতে রাখা হবে।
Be the first to comment on "১ সেপ্টেম্বর থেকে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু"