নিউজ ডেস্ক : ২০১৭ সালের ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগামী বছর সাধারণ ও নির্বাহী ছুটি মিলিয়ে ২২ দিন ছুটি থাকবে। এরমধ্যে ১০ দিন পড়েছে শুক্র ও শনিবার।
আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়, তবে বৈঠকের বিষয়ে প্রেস ব্রিফিং হয় সচিবালয়ে।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে জানান, আগামী ইংরেজি বছরে ১৪ দিন সাধারণ ছুটি থাকবে। অপরদিকে নির্বাহী আদেশে ছুটি থাকবে আটদিন।
Be the first to comment on "২০১৭ সালে সরকারি ছুটি ২২ দিন"