শিরোনাম

৩য় ধাপের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আ.লীগের ২৫ চেয়ারম্যান

নিউজ ডেস্ক: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তৃতীয় ধাপে আওয়ামী লীগের ২৫ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া এ ধাপে ৮১ ইউপিতে বিএনপির কোনো প্রার্থী নেই। প্রথম ধাপে ১১৯ ও দ্বিতীয় ধাপে ৭৯ ইউপিতে বিএনপির প্রার্থী ছিল না।

চলমান নির্বাচনে প্রথম ধাপে ৫৪, দ্বিতীয় ধাপে ৩৪ জন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বৃহস্পতিবার মাঠ পর্যায় থেকে ইসিতে পাঠানো প্রার্থীদের তালিকা থেকে এ তথ্য পাওয়া যায়।

তৃতীয় ধাপে যেসব ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীদের প্রতিদ্বন্দ্বী নেই সেগুলো হলো কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর উত্তর ও লাকসামের গোবিন্দপুর, কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর, জয়ন্তীহাজরা, খোকসা, শিমুলিয়া ও বেতবাড়িয়া, খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটহরী, জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালেরচর, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল, নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক, বক্তাবলী, কাশিপুর ও রূপগঞ্জের কায়েতপাড়া, নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া, মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ, গাওনদিয়া, বৌলতলী, মেদেনীমণ্ডল ও লৌহজং, রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার জংগল, লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশী (উত্তর) ও চরমোহনা, শরীয়তপুরের শরীয়তপুরের বিনোদপুর ও চিতলিয়া ইউনিয়ন।

নির্বাচন কমিশনের (ইসি) সহকারী সচিব মো. আশফাকুর রহমান জানান, যাচাই-বাছাই ও প্রত্যাহার শেষে মাঠ পর্যায় থেকে আমাদের কাছে যে তথ্য এসেছে সেই তথ্য অনুযায়ী এ ধাপে ৬২০ ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ৬২০, বিএনপি ৫৩৯, জাতীয় পার্টি ১৬৭, জাসদ ২৬, বিকল্পধারা বাংলাদেশ ৩, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ১২, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৯২, জাতীয় পার্টি-জেপি ৩, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ৩, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ৫, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ১০, খেলাফত মজলিশ ২, বাসদ ১, অন্যান্য দলের ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ধাপে রাজনৈতিক দলের এক হাজার ৪৮৭ এবং স্বতন্ত্র এক হাজার ১৮৫ প্রার্থী জনসহ মোট দুই হাজার ৬৭২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

গত ১৫ মার্চ তৃতীয় ধাপে ভোটের জন্য ৬৮৫ ইউপির তফসিল ঘোষণা করে ইসি। এগুলো থেকে রাঙ্গামাটি ও বান্দরবান জেলার ৫৩ ইউপির ভোটের তারিখ পিছিয়েছে ইসি। এগুলোর ভোট ২৩ এপ্রিলের পরিবর্তে আগামী ৪ জুন অনুষ্ঠিত হবে। এখন ২৩ এপ্রিল ৬২০ ইউপিতে ভোট হবে। যেগুলোতে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল ২৭ মার্চ, যাচাই-বাছাই ২৯ ও ৩০ মার্চ ও প্রত্যাহারের শেষ দিন ৬ এপ্রিল।

এছাড়া ইসির ঘোষিত তফসিল অনুযায়ী চতুর্থ ধাপে ৭ মে, পঞ্চম ধাপে ২৮ মে ও ষষ্ঠ ও শেষ ধাপে ৪ জুন ভোট হওয়ার কথা রয়েছে।

basic-bank

Be the first to comment on "৩য় ধাপের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আ.লীগের ২৫ চেয়ারম্যান"

Leave a comment

Your email address will not be published.


*