শিরোনাম

৩০ বছর ধরে জন্মাষ্টমী পালন করছে এই মুসলিম পরিবার

নিউজ ডেস্ক : ২৯ বছর ধরে প্রতি জন্মাষ্টমীতে তাঁদের ঘরে হইহই করে আসে সেই দুরন্ত, শ্যামবর্ণ শিশু। এবারও তার ব্যতিক্রম হয়নি। ভারতের কানপুরের চিকিৎসক এন আহমেদ স্ত্রী ও ৩ সন্তানের সঙ্গে এ বছরও পালন করছেন জন্মাষ্টমী উৎসব। আহমেদ জানিয়েছেন, তাঁর পরিবার ও প্রতিবেশীরা তাঁর এই জন্মাষ্টমী পালনের সিদ্ধান্তকে বরাবর খোলা মনে স্বাগত জানিয়েছে।

এ বছর ৩০ বছরে পা দিল আহমেদের বাড়িতে জন্মাষ্টমী উৎসব। তিনি জানিয়েছেন, প্রতি বছর এ দিন ভগবান শ্রীকৃষ্ণের কাছে পরিবারের জন্য সুখ ও সমৃদ্ধি চান তাঁরা। একইসঙ্গে চান, গোটা এলাকায় ছড়িয়ে পড়ুক ভালবাসা, শান্তি ও ভ্রাতৃত্ববোধ। তাঁর ঘরের জন্মাষ্টমীর মণ্ডপ সাজাতে হাত মেলায় গোটা পাড়া।

আহমেদের বাড়িতে শ্রীকৃষ্ণকে উৎসর্গ করা একটি সুসজ্জিত মণ্ডপ রয়েছে। এখানেই গোটা পরিবার ও আশপাশের লোকজন প্রতি বছর সামিল হন জন্মাষ্টমীর উৎসবে। ভগবান শ্রীকৃষ্ণের জন্য আহমেদ নিজের হাতে তৈরি করেন ট্যাবলো। তা দেখতেও ভিড় জমে বহু মানুষের। সূত্র: এপিবি আনন্দ।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "৩০ বছর ধরে জন্মাষ্টমী পালন করছে এই মুসলিম পরিবার"

Leave a comment

Your email address will not be published.


*