আইএসের আইন মেনেই খেলতে হবে ফুটবল!

নিউজে ডেস্ক : সিরিয়াতে এবার থেকে ফুটবল আর ফিফার নিয়ম অনুযায়ী নয়, বরং আইএসের নতুন আইন মেনেই খেলতে হবে। এবার রেফারিকেই লাল কার্ড দেখালো ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা।

ফিফার নিয়ম অনুযায়ী ম্যাচ পরিচালনা করায় সিরিয়ায় রেফারিদের নির্বাসিত করেছে আইএস। তারা জানিয়েছে, ফিফার নিয়মগুলো ইসলামবিরোধী। তাই সিরিয়ান রেফারি রেফারিং করতে চাইলে, তাকে আইএস-এর নিয়ম মেনেই চলতে হবে।

সিরিয়ায় জাতীয় লিগ শুরুর আগেই নতুন নিয়ম চালু করে দিলো আইএস। জঙ্গি সংগঠনের দখলে থাকা আদালতেই সিরিয়ার এই আইন পাস হয়েছে।

ইংল্যান্ডে সিরিয়ান মানবাধিকার পর্যবেক্ষক বলেন, ফিফার নিয়মকে সিরিয়ায় অবৈধ ঘোষণা করেছে ইসলামিক স্টেট। সিরিয়ার আইনে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে যে, এক দলের ফুটবলার মাঠে চোট পেলে বিপক্ষ দলকে কীভাবে তার ক্ষতিপূরণ করতে হবে। সিরিয়ায় ফিফার নাম উচ্চারণ করা যাবে না বলেও নির্দেশ দিয়েছে ওই জঙ্গি সংগঠন।

স্বাভাবিকভাবেই নতুন আইনে সিরিয়ার ফুটবল বড়সড় ধাক্কা খেলো বলেই মনে করছে ক্রীড়ামহল।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "আইএসের আইন মেনেই খেলতে হবে ফুটবল!"

Leave a comment

Your email address will not be published.


*