নড়াইলে লাখো মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন

নড়াইলে লাখো মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন

নিউজ ডেস্ক ॥ ‘অন্ধকার থেকে মুক্ত করুক একুশের আলো’ এই শ্লোগান নিয়ে প্রতি বছরের ন্যায় এ বছরও নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের কুড়িরডোব মাঠে ভাষা শহীদদের স্মরণে প্রজ্জ্বলন করা হল লাখো মঙ্গল প্রদীপ। বৃহস্পতিবার (২১ফেব্রুয়ারী) সন্ধায় নড়াইল একুশের আলোর আয়োজনে একুশের ভাষা শহীদদের স্মরনে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। সূর্যাস্তের সাথে সাথে ২১শে’র সন্ধ্যায় শুরু হবে এক লাখ মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন। শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, বাংলা বর্ণমালা, আল্পনাসহ গ্রাম বাংলার নানা ঐতিহ্য তুলে ধরা হবে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে। সে সাথে ভাষা দিবসের ৬৮তম বার্ষিকী উপলক্ষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ৬৮টি ফানুষ উড়ায়। সন্ধ্যায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীরা ‘আমার ভায়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি’ এই গান পরিবেশনের সাথে সাথে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানের উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা। এসময় আরও উপস্থিত ছিলেন ভাষা সৈনিক রিজিয়া খানম, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ^াস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌরসভার মেয়র জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, নড়াইল একুশের আলোর সভাপতি প্রফেসর মুন্সী হাফিজুর রহমান, সদস্য সচিব ও নাট্য ব্যক্তিত্ব কচি খন্দকারসহ নড়াইলের গন্যমান্য ব্যক্তিবর্গ।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "নড়াইলে লাখো মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন"

Leave a comment

Your email address will not be published.


*