প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানের উদ্বোধন করলেন শ্রিংলা

নিউজ ডেস্ক :  ঘড়ির কাঁটায় ঠিক সকাল ৯টা। কালো প্রিন্সকোট পরে দৃঢ় পদে এগিয়ে এলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। দাঁড়ালেন ফুলঢাকা গোলাকার বেদিতে। রশি টেনে ওড়ালেন জাতীয় পতাকা। পতাকার ভাঁজ ভেঙে উড়লো একগাঁদা গোলাপ আর গাঁদা ফুলের পাপড়ি। আজ বৃহস্পতিবার সকালে এভাবেই ভারতের ৬৮তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করেন হাইকমিশনার। মুক্ত বাতাসে ভাঁজ ভেঙে পতাকা ওড়ার সঙ্গে সঙ্গে পাশ থেকে বেজে ওঠে দেশটির জাতীয় সংগীতের সুর। এ সময় পাশে ছিলেন ভারতীয় সেনাবাহিনীর স্পেশাল ব্যান্ডদল সদস্যরা।

রাজধানীর বারিধারা হাইকমিশন মিলনায়তনে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বাণী পাঠ করে শোনান হর্ষ বর্ধন শ্রিংলা। শেষে শিশুরা দেশের বিভিন্ন গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে। তারপর সেনাবাহিনীর ব্যান্ডদলের স্পেশাল পরিবেশনা ছিল। এসময় হাইকমিশনের সব পর্যায়ের কর্মকর্তা, বাংলাদেশে কর্মরত ও বসবাসরত ভারতীয় নাগরিকরা উপস্থিত ছিলেন।

 

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানের উদ্বোধন করলেন শ্রিংলা"

Leave a comment

Your email address will not be published.


*