শিরোনাম

মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়া উপজেলার মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ে গত বুধ ও বৃহস্পতিবার দু’দিনব্যাপী বিদ্যালয়ের খেলার মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। নড়াইল জেলা পরিষদের কমিশনার ও বিদ্যালয় পরিচালনা পর্যদের সভাপতি শেখ সুলতান মাহমুদ বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার কাজী মোস্তাইন বিল্লাহ, কৃষি কর্মকর্তা সমোরেন বিশ্বাস, মৎস কর্মকর্তা দ্বীন ইসলাম, লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হায়াতুজ্জামান হায়াত, প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন। এ সময় বিদ্যালয়ের উপস্থিত শিক্ষার্থীরা বক্তৃতা,দৌড় প্রতিযোগিতা,দীর্ঘ লম্ফ,বিস্কুট দৌড়, দড়ি লাফ, পাতিল ভাঙ্গা, বর্ষা-চাকতি-গোলক নিক্ষেপ, আবৃত্তি, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

basic-bank

Be the first to comment on "মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত"

Leave a comment

Your email address will not be published.


*