লোহাগড়া উপজেলা নির্বাচনে লড়ছেন ২০ প্রার্থী

নিউজ ডেস্ক॥ ভোট গ্রহণের সময় যতই ঘনিয়ে আসছে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। রাত-দিন সমানতালে প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন নির্বাচনী প্রচারণায়। তবে, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানরা প্রচারণায় সরগরম থাকলেও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীরা অনেকটা নিবৃতেই চালিয়ে যাচ্ছেন তাদের প্রচার কাজ। এদিকে নৌকার বিপক্ষে আওয়ামী লীগের দুই হেভিওয়েট প্রার্থী স্বতন্ত্র ভাবে প্রতিদ্বন্দ্বিতা করায় জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। এতে নৌকার প্রার্থীর বিজয় নিয়েও শঙ্কার সৃষ্টি হয়েছে।
লোহাগড়া উপজেলায় এবার দলীয় মনোনয়ন পেয়েছেন নড়াইল জেলা আ’লীগের সদস্য রাশিদুল বাশার ডলার। দলীয় মনোয়ন চেয়ে ব্যর্থ হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু (আনারস), সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমীর লিটু (মোটর সাইকেল), নলদী ইউপির সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সাধারন সম্পাদক (দোয়াত-কলম), ন্যাশনাল পিপলস (এনপিপি) মারুফ মোল্যা (আম) প্রতিক।
এদিকে আ’লীগের ঘাটি হিসেবেই পরিচিত লোহাগড়া উপজেলায় দলীয় মনোনয়ন পেয়ে অনেকটা বিপাকে পড়েছেন রাশিদুল বাশার ডলার।
তাকে চ্যালেঞ্জ জানিয়ে প্রার্থীতা ঘোষণা করেছেন উপজেলা আওয়ামী লীগের দুই শীর্ষ নেতা। তিন ভাগে বিভক্ত আওয়ামী লীগ নেতাদের মাঝে সমোঝতার কোন উদ্যোগ পরিলক্ষিত হয়নি। ফলে অধিকাংশ নেতা নৌকা প্রার্থীর বিপক্ষে প্রচারণা করছেন। প্রতিদ্বন্দ্বী আ’লীগের প্রার্থী উপজেলা আ’লীগের সভাপতি শিকদার আব্দুল হান্নান রুনু, ও সাধারন সম্পাদক সৈয়দ ফয়জুল আমীর লিটু, দুইজনই উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকার সুবাদে ভোটারদের কাছে তাদের বেশ জনপ্রিয়তা রয়েছে। অপরদিকে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান, তিনি নলদী ইউপির দু’বারের অধিক সময় চেয়ারম্যান থাকলেও প্রথম উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি আশা করছেন হতাশাগ্রস্থ মানুষ তাকে নিরাশ করবে না। ভোটাররা যদি ভোট দিতে পারে তাহলে তিনি বিজয়ী হবেন।
ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) দলীয় প্রার্থী মো.মারুফ মোল্যা, উপজেলা নির্বাচনে এবারই প্রথম। তবে তার পক্ষে প্রচার-প্রচারনায় কোন লোকজন দেখা যায় নাই। নৌকা প্রতিকের প্রার্থী রাশিদুল বাশার ডলার, এলাকায় একেবারেই নতুন মুখ। তার বিপক্ষে নেতাদের ক্ষোভ থাকলেও স্থানীয় একাংশের নেতারা তার পক্ষে জোর দিয়ে নেমেছেন। তারা দাবি করছেন, নৌকার প্রার্থীকে শূন্য থেকেই তারা এগিয়ে নিয়ে বিজয়ী করবেন।
ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমএম রাশেদুল হাসান রাশেদ (তালা), বিএম কামাল হোসেন (বৈদ্যুতিক ভাল্ব), সাইফুল ইসলাম সুমন (বই), শেখ রবিউল কবির (টিউবওয়েল), হেমায়েত হোসেন হিমু (মাইক), বাবুল মিয়া (গ্যাস সিলিন্ডার), মুন্সী আব্দুস ছালেক (উড়োজাহাজ), চঞ্চল শেখ (চশমা) ও এসএম মাহাতাব উদ্দিন (টিয়া পাখি) প্রতিক।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন, ফারহানা ইয়াসমিন ইতি (কলস), পৌরসভা থেকে পদত্যাগী সাবেক কাউন্সিলর মোসা: রেশমা পারভীন (হাঁস), মোসা: কাকলী বেগম (প্রজাপতি), মিসেস কনিকা ওছিউর (ফুটবল), বিউটি রাণী মন্ডল (বৈদ্যুতিক পাখা) ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম (পদ্ম ফুল)। উল্লেখ্য আগামী ২৪ মার্চ এ উপজেলায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "লোহাগড়া উপজেলা নির্বাচনে লড়ছেন ২০ প্রার্থী"

Leave a comment

Your email address will not be published.


*