লাহাগড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে পুলিশ অফিসারকে মারপিট

লাহাগড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে পুলিশ অফিসারকে মারপিট

নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়ায় শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে (মোল্যার মাঠ) বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুর্ধ্ব-১৭ ফাইনাল খেলাকে কেন্দ্র করে উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমানের নেতৃত্বে একদল জনতা পুলিশের ওপর হামলা চালায়। হামলায় লোহাগড়া থানার এসআই জয়নুল আবেদীন সহ ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশকে বাঁচাতে গিয়ে কাশিপুর ইউপি সদস্য অহেদ শেখ আহত হয়। আহত ইউপি সদস্য অহেদ শেখকে পুলিশ উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত সোমবার বিকাল সাড়ে ৪ টায় শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুর্ধ্ব-১৭ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় কাশিপুর ইউনিয়ন ফুটবল একাদশ ও নলদী ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত চুড়ান্ত ফুটবল খেলার প্রথমার্ধে কাশিপুর ইউনিয়ন ১-০ গোলে পিছিয়ে থাকে নলদী ইউনিয়নের খেলোয়াড়দের কাছে। দ্বিতীয়ার্ধে বদলী খেলোয়াড়কে মাঠে নামানোর অজুহাতে উভয় ইউনিয়নের দর্শকদের মধ্যে বাক-বিতন্ডা ও হট্টগোলের সৃষ্ঠি হয়। এ সময় কাশিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের উপস্থিতিতে সমর্থিত দর্শকরা প্রতিপক্ষ নলদী ইউনিয়ন সমর্থিত দর্শকদের ওপর দফায় দফায় হামলা চালায়। এ সময় মঞ্চে থাকা লোহাগড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শিকদার আব্দুর হান্নান রুনু, উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র, সহকারী কমিশনার (ভূমি) এমএম আরাফাত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বাস সহ উপস্থিত অন্যান্য কর্মকর্তাদেরকেও উচ্ছৃঙ্খল দর্শক ঘেরাও করে রাখে। অবস্থা বেগতিক দেখে সহকারী কমিশনার (ভূমি) এম এম আরাফাত হোসেন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য উপস্থিত লোহাগড়া থানা পুলিশকে নির্দেশ দেন। নির্দেশ পেয়ে লোহাগড়া থানার একদল পুলিশ উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এ সময় কাশিপুর ইউনিয়ন সমর্থিত দর্শকদের হামলায় লোহাগড়া থানার এস আই জয়নুল আবেদীন সহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনার পর লোহাগড়া থানার এসআই আতিকুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ উচ্ছৃঙ্খল দর্শকদের ধাওয়া করে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। এ দিকে গুরুতর আহত এস আই জয়নুল আবেদীনকে লোহাগড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোকাররম হোসেন জানান, খেলার মাঠে দু’পক্ষের সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে গিয়ে এসআই জয়নুল আবেদীন সামান্য আহত হয়েছে। এ বিষয়ে লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খেলার মধ্যে উভয় পক্ষে হার জিত নিয়ে সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে। অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি স্বাভাবিক করেছেন।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "লাহাগড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে পুলিশ অফিসারকে মারপিট"

Leave a comment

Your email address will not be published.


*