শিরোনাম

অলিম্পিকে বাংলাদেশী বংশোদ্ভূত কন্যার স্বর্ণ জয়

নিউজ ডেস্ক : রিদমিক জিমন্যাস্টিকসে রিও অলিম্পিকে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন বাংলাদেশী বংশোদ্ভূত রাশিয়ান জিমন্যাস্ট মার্গারিটা মামুন। অল এ্যারাউন্ড ইভেন্টে রিওতে স্বর্ণ জয়ের মাধ্যমে তিনি শুধুমাত্র রাশিয়াকেই স্বর্ণ উপহার দেননি বরং বাংলাদেশকেও করেছেন গর্বিত।

‘বেঙ্গল টাইগার’ হিসেবে পরিচিত মার্গারিটার বাবা আব্দুল্লাহ আল মামুন বাংলাদেশী নাগরিক। পেশায় তিনি একজন মেরিন ইঞ্জিনিয়ার। তাঁর মা আনা সাবেক একজন জিমন্যাস্ট। আশির দশকে আবদুল্লাহ আল মামুন তৎকালীন সোভিয়েত ইউনিয়নে পড়াশুনা করতে গিয়ে সেখানেই স্থায়ী হন। ১৯৯৫ সালের ১ নভেম্বর মস্কোতে মার্গারিটার জন্ম। জুনিয়র লেভেলে তিনি অল্প কিছু সময়ে জন্য বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন। ২০১৬ সালে বাকুতে অনুষ্ঠিত বিশ্বকাপে অল এ্যারাউন্ড ইভেন্টে মার্গারিটা ৭৭.১৫০ পয়েন্ট সংগ্রহ করে রেকর্ড গড়েছিলেন যা এখনো পর্যন্ত এই ইভেন্টের সর্বোচ্চ।

২০ বছর বয়সী মার্গারিটা তার সতীর্থ বিশ্ব চ্যাম্পিয়ন ইয়ানা কুড্রিয়াভসেভা ও ইউক্রেনের হানা রিজাডিনোভাকে পিছনে ফেলে স্বর্ণ জয় করেন। ২০০০ সালের সিডনি গেমসের পর থেকে এনিয়ে পঞ্চমবারের মত এই ইভেন্টে রাশিয়ানরা নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখলো। বল ও হুপ রোটেশনে ২৩ বছর বয়সী কুড্রিয়াভসেভা এগিয়ে থাকলেও ক্লাব রাউন্ডে তাকে পিছনে ফেলেন মার্গারিটা। সর্বমোট ৭৬.৪৮৩ পয়েন্ট নিয়ে মার্গারিটা স্বর্ণ জয় করেছেন। ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালের বিশ্ব চ্যাম্পিয়ন কুড্রিয়াভসেভা ৭৫.৬০৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও দক্ষিণ কোরিয়ার সোন ইউয়েন-জি’কে পিছনে ফেলে ইউক্রেনের রিজাডিনোভা জিতে নিয়েছেন ব্রোঞ্জ পদক।

প্রতিযোগিতা শেষে মার্গারিটা বলেছেন, ‘এটা সত্যিই অপ্রত্যাশিত ছিল। কারণ সাধারণত এই ইভেন্টে ইয়ানাই জিতে থাকে। কিন্তু সামান্য একটি ভুলের কারণে সে আজ পিছিয়ে গেল। এই ধরনের ভুল সে কিভাবে করলো আমি এখনো বিশ্বাস করতে পারছি না। ঐ ভুলের পরপরই স্বর্ণ জয়ের ব্যপারে আমার মধ্যে আত্মবিশ্বাস জেগে ওঠে।’

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "অলিম্পিকে বাংলাদেশী বংশোদ্ভূত কন্যার স্বর্ণ জয়"

Leave a comment

Your email address will not be published.


*