শিরোনাম

আইনজীবী হত্যায় পাঁচ জনের ফাঁসি

নিউজ ডেস্ক: গাজীপুরে শিক্ষানবিশ আইনজীবী ফিরোজ্জামান সোহেল (২৮) হত্যার দায়ে পাঁচজনকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সকালে গাজীপুর অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূঁইয়া ওই রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- গাজীপুরের দক্ষিণ ছায়াবিথী এলাকার আ. রউফের স্ত্রী আমেনা বেগম, রউফ মিয়ার ছেলে মো. সজল ও বাপ্পী, একই এলাকার কফিল উদ্দিনের ছেলে মো. বাদল ও মো. তিথি।

আদালত সূত্রে জানা গেছে, আসামিদের বিরুদ্ধে আনীত দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ সন্দেহাতীত ও সন্তোষজনক ভাবে প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যেকে দণ্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেকে পৃথক ভাবে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আসামিদের মধ্যে আমেনা বেগম, সজল ও বাপ্পী পলাতক রয়েছেন।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "আইনজীবী হত্যায় পাঁচ জনের ফাঁসি"

Leave a comment

Your email address will not be published.


*