শিরোনাম

আইপিএল থেকে ডুমিনির নাম প্রত্যাহার

নিউজ ডেস্ক : আগামী পাঁচ এপ্রিল থেকে আইপিএলের দশম আসর মাঠে গড়ানোর কথা। এই আসরে খেলা হচ্ছে না জেপি ডুমিনির। শেষ মুহূর্তে আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডার।

আইপিএলের এবারের আসরে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলার কথা ছিল ডুমিনির। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএলের দশম আসর থেকে নিজের নাম উঠিয়ে নিয়েছেন বাঁহাতি এই প্রোটিয়া ক্রিকেটার। গতকাল সোমবার ডেয়ারডেভিলসকে এই খবর জানিয়ে দিয়েছেন দলটির হয়ে পঞ্চম সর্বোচ্চ রান করা এই বাঁহাতি ব্যাটসম্যান।

এই ব্যাপারে ফ্র্যাঞ্চাইজি মালিক ও জেপি ডুমিনি কেউই তেমন কোন ব্যাখা দেন নি। ধারণা করা হচ্ছে দক্ষিণ আফ্রিকার হয়ে সামনের আন্তর্জাতিক ম্যাচগুলোতে মনোযোগ দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন জেপি ডুমিনি। আগামী ২৪ মে থেকে ইংল্যান্ড সফর শুরু হবে প্রোটিয়াদের। এছাড়া ভাবনায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি তো আছেই।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "আইপিএল থেকে ডুমিনির নাম প্রত্যাহার"

Leave a comment

Your email address will not be published.


*