নিউজ ডেস্ক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশকে রক্ষা করতে হলে অস্ত্র গোলাবারুদ ছাড়া নিজেদের আইটি শিক্ষায় শিক্ষিত হতে হবে। কারন বর্তমানে কোন দেশ অন্য দেশের ক্ষতি করতে গেলেও বোমা হামলা করছে না, সাইবার অ্যাটাক করছে। নিজেদের ওয়েব সাইট, দেশের সম্পদ, ব্যাংকের অর্থ রক্ষা করতে হলেও আইটি শিক্ষার বিকল্প নাই।
আজ শনিবার সকালে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তৃনমুলের তথ্য জানালা কর্মসূচী ও তথ্য সেবা বার্তা সংস্থা টিএসবি আয়োজিত নাটোর জেলার ইউডিসি উদ্যোক্তা-প্রশিক্ষণ কর্মশালায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমানে দেশে ৬লক্ষ ফ্রিলান্সার আউট সোর্সিয়ের মাধ্যমে বছরে ১’শ মিলিযন ডলার আয় করছে। আমাদের শিক্ষিত মানব সম্পদকে দক্ষ হিসেবে গড়ে তুলে এ আয় কয়েখগুন বৃদ্ধি করা সম্ভব ।
তৃণমূলের তথ্য জানালা কর্মসূচী পরিচালক মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত তিনদিন ব্যাপী কর্মশালায় বক্তব্য দেন জেলা প্রশাসক শাহিনা খাতুন, নাটোর জেলা পরিষদ প্রশাসক সাজেদুর রহমান খান প্রমুখ। এর আগে প্রতিমন্ত্রী সকালে সিংড়া পৌর এলাকায় সিসি ক্যমেরা স্থাপন এবং সিংড়া ভুমি অফিসকে ডিজিটাল অফিস হিসেবে উদ্বোধন করেন।
Be the first to comment on "আইসিটি শিক্ষার বিকল্প নেই ॥ পলক"