নিউজ ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের ৩ উইকেটে ৪৪৪ রান! ওয়ানডেতে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড। ১৬৯ রানের হার। ইতিহাসের বাজে হারের একটি। ৫ ওয়ানডে সিরিজের ২ ম্যাচ বাকি থাকতেই ৩-০ তে হার নিশ্চিত। এর চেয়ে বাজে আর কি হতে পারে! আর এর সবকিছুর পেছনে ওয়ানডে অধিনায়ক আজহার আলির বাজে নেতৃত্বকে কারণ হিসেবে দেখছেন পাকিস্তানের বেশ কয়েকজন সাবেক খেলোয়াড়। কিংবদন্তি জাভেদ মিয়াদাদ তো ধুয়েই দিলেন আজহারকে!
ট্রেন্টব্রিজে মঙ্গলবার পাকিস্তানের অপমান দেখে আর চুপ থাকতে পারেননি মিয়াদাদ। সাবেক গ্রেট ব্যাটসম্যান আজহারের পদত্যাগই দাবি করে বসেছেন, “আজহারকে অধিনায়কত্ব দিয়ে যে ভুল করা হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে এখন তা স্বীকার করতেই হবে। তাদের উচিৎ আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের আগে নতুন অধিনায়ক নির্বাচন করা।”
২০১৫ বিশ্বকাপের পর তখনকার অধিনায়ক মিসবাহ-উল হক ওয়ানডে থেকে অবসর নেন। আজহারকে নতুন অধিনায়ক করা হয়। কিন্তু মিয়াদাদ এখন টি-টোয়েন্টি অধিনায়ক উইকেটরক্ষক-ব্যাটসম্যান সরফরাজ আহমেদের হাতে ওয়ানডেরও নেতৃত্ব তুলে দিতে বলছেন। মিয়াদাদের ভাষায়, “২০১৩ সাল থেকে তো সে ওয়ানডে দলেই ছিল না। তাই গত বছর আজহারকে নিয়োগ দেওয়ার কোনো মানে ছিল না। আমাদের সময়ের চেয়ে এখন ওয়ানডে ক্রিকেট অনেক বদলেছে। ইংল্যান্ড তো আমাদের ৫০ ওভারের ক্রিকেট খেলা শিখিয়ে ছাড়লো। আমাদের গুড়িয়ে দিয়েছে তারা, বিপর্যস্ত করেছে।”
পাকিস্তানের আরেক গ্রেট ওয়াসিম আকরামও এই সুরে কথা বলছেন। তিনিও মনে করেন, সরফরাজকে ওয়ানডেরও অধিনায়ক করা উচিৎ। এপ্রিলে টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার পর শহীদ আফ্রিদি পদত্যাগ করেন। এরপর টি-টোয়েন্টির অধিনায়ক করা হয়েছে সরফরাজকে।
Be the first to comment on "আজহারকে ধুয়ে দিলেন মিয়াদাদ!"