শিরোনাম

আজ মৌলভীবাজার যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ মঙ্গলবার মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী সফরে আসবেন। মঙ্গলবার সকার ১১টার দিকে হেলিকপ্টারে করে তিনি রওনা দেবেন। প্রথমে যাবেন বড়লেখায়। সেখানে থেকে যাবেন জুড়ী থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, নবনির্মিত আধুনিক বড়লেখা থানা ভবনের উদ্বোধন ও সুধী সমাবেশে বক্তব্য রাখতে।

এ ছাড়া বিকালে বড়লেখা উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন, উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ, সৈয়দা সায়রা মহসিন, আব্দুল মতিন, সিলেট রেঞ্জ ডিআইজি মো. মিজানুর রহমান পিপিএম প্রমুখ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ৯ নভেম্বর বড়লেখা থানা ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। গণপূর্ত অধিদপ্তরের অর্থায়নে এ ভবন নির্মাণে সরকারের ব্যয় হয়েছে প্রায় ৫ কোটি ৩৭ লাখ টাকা।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "আজ মৌলভীবাজার যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*