নিউজ ডেস্ক : আটলান্টিক মহাসাগরের দক্ষিণাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৪। আজ সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় মহাসাগরের আগ্নেয়গিরির দ্বীপ অ্যাসেনশন আইল্যান্ডের উত্তরাঞ্চলে এ ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
ব্রিটেন শাসিত অ্যাসেনশন আইল্যান্ডটি আফ্রিকার উপকূল থেকে ১৬০০ কিলোমিটার এবং ব্রাজিল উপকূল থেকে ২২৫০ দূরে। ভূমিকম্পের পর তৎক্ষণাৎ কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি। এছাড়া সুনামির আশঙ্কাও করা হচ্ছে না।
Be the first to comment on "আটলান্টিক মহাসাগরে ৭.৪ মাত্রার ভূমিকম্প"