শিরোনাম

আমরা পোষা সাংবা‌দিক চাই না : তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক : তথ্যমন্ত্রী হাসানুল ইনু বলেছেন, গণমাধ্যম জাতির বিবেক তৈরি করে। আবার বিবেক পাহারাও দেয়। গণমাধ্যম উন্নয়নযাত্রার প্রধান অনুঘটক। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ।

বাংলাদেশের প্রথম গণযোগাযোগ ও সাংবাদিকতা সম্মেলনে প্রধান অতিথির ভাষণে তথ্যমন্ত্রী এ কথা ব‌লেন।

ঢাকা বিশ্ববিদ্যাল‌য়ের নবাব নওয়াব আলী চৌধুরী সি‌নেট মিলনায়তনে আজ মঙ্গলবার সকাল থে‌কে দু‌ই দিনব্যাপী এ স‌ম্মেলন শুরু হ‌য়ে‌ছে।

হাসানুল হক ইনু বলেন, আপনারা সরকারের সমালোচনা করুন, ভুল ধরিয়ে দিন। কিন্তু খলনায়ক হবেন না। আমরা পোষা সাংবা‌দিক চাই না। সরকা‌রের দালাল চাই না।

সাংবাদিকদের উদ্দেশে তথ্যমন্ত্রী ব‌লেন, ভালো-মন্দকে একপাল্লায় মাপবেন না। রাজাকার আর মুক্তিযোদ্ধার মধ্যে কোনো ভারসাম্য বজায় রাখার দায়িত্ব গণমাধ্যমের নয়। আপনি জঙ্গিবাদী নেত্রী আর গণতান্ত্রিক নেত্রীকে এক পাল্লায় মাপবেন না। আপনি বস্তুনিষ্ঠ হোন কিন্তু ব্যালেন্স করবেন না। খণ্ডিত তথ্য, ইতিহাস বিকৃত করবেন না।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "আমরা পোষা সাংবা‌দিক চাই না : তথ্যমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*