নিউজ ডেস্ক : দ্বিপক্ষীয় সিরিজের লড়াই। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। তবে খেলা হবে আমেরিকায়। মার্কিনিদের কাছে ক্রিকেটকে জনপ্রিয় করে তুলতেই নেয়া হয়েছে এই উদ্যোগ। ২ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম খেলায় আজ মুখোমুখি হবে ভারত ও বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। লডারহিলের রিজিওয়ান পার্ক স্টেডিয়ামে টি-২০ ফরম্যাটের দুই জায়ান্টের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
প্রথমবারের মতো আমেরিকার মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। দুই দলই জয় দিয়ে সিরিজ সূচনার মিশনে মাঠে নামবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ে মানসিকভাবে এগিয়ে রয়েছে ভারত। তবে টি-২০ ফরম্যাটে ক্যারিবীয়রা মোটেও সহজ প্রতিপক্ষ নয়। ভারতের মাটি থেকে সম্প্রতি দ্বিতীয় টি-২০ বিশ্বকাপের শিরোপা জিতেই ওয়েস্ট ইন্ডিজ শর্টার ফরম্যাটের শ্রেষ্ঠত্বের প্রমাণ রেখেছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের মাটিতে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের সূচনা স্মরণীয় করে রাখার সব রকম চেষ্টাও থাকবে দলটির ক্রিকেটারদের মধ্যে।
দীর্ঘ সফরের কান্তি প্রথম টি-২০-তে বাড়তি দুশ্চিন্তার কারণ হয়েছে ভারতের। প্রায় ৬৪ ঘণ্টার ভ্রমণ শেষে ধোনির নেতৃত্বাধীন এশিয়ান জায়ান্টরা পৌঁছেছে যুক্তরাষ্ট্রে। তবে স্থানীয় কন্ডিশন নিয়ে সন্তুষ্ট ভারতের কোচ অনিল কুম্বলে। তিনি বলেন, ‘এখানকার সুযোগ-সুবিধাগুলো সত্যিই দারুণ। আমি এতটা আশা করিনি। ফোরিডা ও এখানকার গ্রাউন্ড নিয়ে শুনেছিলাম। যা শুনেছি, তার চেয়ে অনেক বেশি ভালো। এখানকার উইকেট খুবই সুন্দর। টি-২০ ম্যাচের জন্য উপযুক্ত মাঠ। অনুশীলনের ব্যবস্থা দেখে আমি মুগ্ধ। স্টেডিয়াম, মাঠের ভেতর সব কিছুই আমাকে খুশি করেছে।’
জয় দিয়ে সিরিজ শুরুর আত্মবিশ্বাসও প্রকাশ করেন কুম্বলে। তিনি বলেন, ‘অবশ্যই সিরিজের শুরুটা ভালোভাবে করতে চাই। শুরুটা ভালোভাবে করতে পারলে পরে সব কিছুই দারুণ হয়। টেস্ট সিরিজে আমরা ভালো করেছি, টি-২০ সিরিজেও ভালো করব বলে আশাবাদী আমি। দলের সাথে ধোনি ও বুমরাহ যোগ দিয়েছেন। টি-২০ ফরম্যাটের সেরা দুই খেলোয়াড় তারা। তবে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বচ্যাম্পিয়ন। সেরা দলের বিপে জিততে হলে অনেক ভালো ক্রিকেট খেলতে হবে আমাদের।’
Be the first to comment on "আমেরিকায় মুখোমুখি ভারত-উইন্ডিজ"