শিরোনাম

ইউএস ওপেনে ফেভারিট জকোভিচ-নাদালের জয়

নিউজ ডেস্ক : হাতের ইনজুরি কাটিয়ে ইউএস ওপেনের শিরোপা ধরে রাখার লড়াইয়ে নেমেছেন নোভাক জকোভিচ। আরো শঙ্কা কাটিয়ে উঠে গেলেন দ্বিতীয় রাউন্ডে। সার্বিয়ার বিশ্ব সেরা টেনিস খেলোয়াড়ের জয়ের দিনে দীর্ঘ দিনের প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালের শুরুটাও ভালো হয়েছে। এই আসরের দুইবারের চ্যাম্পিয়ন বেশ সহজেই গেছেন পরের রাউন্ডে। ত্রয়োদশ বাছাই রিচার্ড গ্যাসকুয়েত প্রথম রাউন্ডেই হেরেছেন।

মেয়েদের ইভেন্টে দ্বিতীয় বাছাই অ্যাঞ্জেলিক কারবারের মাত্র ৩৩ মিনিট লেগেছে পরের রাউন্ডে যেতে। ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন গ্যাবরিন মুগুরুজার তিন সেট খেলতে হয়েছে। জেতার আগে চিকিৎসকেরও শরণ নিতে হয়েছে। জিতেছেন ক্যারোলিন ওজনিয়াকি, সভেতলানা কুজনেতসোভা।

গতবারের চ্যাম্পিয়ন জকোভিচ কবজির ইনজুরির সমস্যায় ছিলেন রিও অলিম্পিকেও। আর এদিন বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপার মিশনে নামা খেলোয়াড় স্বীকার করলেন, এখনো শতভাগ ঠিক হয়নি সমস্যাটা। তবু নিউ ইয়র্কে জকোভিচ ৬-৩, ৫-৭, ৬-২ ও ৬-১ এ হারালেন পোল্যান্ডের জেরজি জানোইচকে। পরের রাউন্ডে জিরি ভেসেলির সাথে খেলবেন। এই চেক জকোভিচকে বছরের গোড়ায় মন্টে কার্লো ওপেনে হারিয়ে দিয়েছিলেন। ২০১০ ও ২০১৩ এর চ্যাম্পিয়ন নাদাল ৬-১, ৬-৪, ৬-২ এ জিতেছেন উজবেকিস্তানের দেনিস ইস্তোমিনের বিপক্ষে।

 

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "ইউএস ওপেনে ফেভারিট জকোভিচ-নাদালের জয়"

Leave a comment

Your email address will not be published.


*