নিউজ ডেস্ক : ছাত্রলীগকে অবাঞ্ছিত করা হবে এমন বক্তব্যের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে। জানা যায়, সোমবার সাড়ে ১০ টার দিকে দলীয় টেন্টে জরুরী সাধারণ সভার আহবান করা হয়। পরে সভার সিদ্ধান্ত অনুযায়ী বেলা ১১ টার দিকে ইবি শাখা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক অমিত কুমার দাসের নেতৃত্বে বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি দলীয় টেন্ট থেকে বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এসময় সেখানে উপস্থিত ছিল সহ-সভাপতি মিজানুর রহমান মিজু, জুয়েল রানা হালিম, সাংগঠনিক সম্পাদক শিশির ইসলাম বাবু, যুগ্ম-সম্পাদক আনিচুর রহমার আনিচসহ শতাধিক নেতা-কর্মীরা। উল্লেখ্য: ১৭ এপ্রিল মুজিবনগর দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক কমিটির আলোচনা সভায় বিশ্ববিদ্যালয় উপ-রেজিস্ট্রার মোঃ আলামগীর হোসেন খাঁন তার বক্তেব্যের একটা পর্যায়ে ছাত্রলীগকে অবাঞ্ছিত করা হবে এমন মন্তব্য করেন।
ইবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

Be the first to comment on "ইবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল"