শিরোনাম

ইয়াঙ্গনে বোমা বিস্ফোরণের ঘটনায় ৩ জন গ্রেফতার

নিউজ ডেস্ক : মিয়ানমারের সবচেয়ে বড় শহর ইয়াঙ্গনে স্থানীয় সরকার কার্যালয় ভবনে এক বোমা বিস্ফোরণের ঘটনায় তিনজন লোককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তারা সবাই মুসলিম এবং এর সাথে রাখাইন রাজ্যের কোন সম্পর্ক আছে কিনা তা তদন্ত করা হচ্ছে। খবর বিবিসির।

শুক্রবার সন্ধ্যায় ইয়াঙ্গনে স্থানীয় সরকার কার্যালয়ে পেতে রাখা ঘরে-তৈরি বোমার ওই বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বিবিসির খবরে বলা হচ্ছে, সন্দেহভাজন যে তিন মুসলিমকে গ্রেফতার করা হয়েছে, তাদের সাথে রাখাইন রাজ্যে কর্তৃপক্ষের ভাষায় যে ‘সন্ত্রাসীরা তৎপর রয়েছে’-তাদের কোন যোগাযোগ আছে কিনা তা তদন্ত করা হচ্ছে।

এর আগে, গত বৃহস্পতিবার ইয়াঙ্গনের অভিবাসন দফতরে একই ধরণের এক বিস্ফোরণ ঘটে। তাছাড়া নভেম্বরের ১৭ তারিখ একটি সুপারমার্কেটে আরও দুটি বিস্ফোরণ ঘটেছিল। কেউই এসব বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করেনি এবং পুলিশও কোন সন্দেহভাজনের নাম বলেনি।

 

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "ইয়াঙ্গনে বোমা বিস্ফোরণের ঘটনায় ৩ জন গ্রেফতার"

Leave a comment

Your email address will not be published.


*