নিউজ ডেস্ক : ইরানের একটি জাহাজ লক্ষ্য করে গুলি ছুড়েছে মার্কিন নৌবাহিনীর যুদ্ধ জাহাজ। পারস্য উপসাগরে মার্কিন টহল জাহাজ ইউএসএস স্কুয়ালের ১৮০ মিটারের মধ্যে ইরানের একটি যুদ্ধ জাহাজ চলে আসলে জাহাজটিকে লক্ষ্য করে তিনটি সতর্ক গুলি ছোঁড়ে মার্কিন নৌবাহিনী। বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পেন্টাগন।
পেন্টাগনের মুখপাত্র পিটার কুক দাবি করেছেন, গত কয়েক সপ্তাহ যাবৎ ইরানের নৌবাহিনীর জাহাজ মার্কিন যুদ্ধ জাহাজকে উত্যক্ত করছিল। এ ঘটনা তারই একটি অংশ। মার্কিন যুদ্ধ জাহাজটি আন্তর্জাতিক জলসীমায় ছিল। ইরানের যুদ্ধ জাহাজের উদ্দেশ্য বোঝা যায়নি। তবে তাদের আচরণ অগ্রহণযোগ্য ছিল।
এদিকে ইরানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল হোসেইন বলেন, মার্কিন যুদ্ধ জাহাজ ইরানের জলসীমায় প্রবেশ করেছিল। যে কোনো বিদেশি জাহাজ ইরানের জলসীমায় প্রবেশ করলে সেটিকে সতর্ক করার এখতিয়ার তার বাহিনীর রয়েছে।
Be the first to comment on "ইরানের জাহাজ লক্ষ্য করে মার্কিন নৌবাহিনীর গুলি"