নিউজ ডেস্ক : ফেনীর ফুলগাজী উপজেলার চেয়ারম্যান একরাম হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিন রবিবার পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে ওই দিন প্রধান বিচারপতির বেঞ্চে রাষ্ট্রপক্ষের স্থগিত আবেদনের ওপর পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়। রাষ্ট্রপক্ষের এই আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আজ সোমবার এ আদেশ দেন।
এর আগে গত বৃহস্পতিবার ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। এই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আবেদনের পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ। ২০১৪ সালের ২০ মে ফেনীর একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে প্রকাশ্যে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হককে গুলি করে ও পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
Be the first to comment on "একরাম হত্যা : মিনারের জামিন রবিবার পর্যন্ত স্থগিত"