নিউজ ডেস্ক: এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (এনআরবিসি ব্যাংক) ও ভারতের হায়দ্রাবাদের কন্টিনেন্টাল হসপিটালসের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এনআরবিসি ব্যাংকের পক্ষে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এফআই এন্ড এডিসি কাজী মো. সেফায়েত কবির এবং কন্টিনেন্টাল হসপিটালসের পক্ষে প্রতিষ্ঠানটির হেড অব মার্কেটিং গোকুল প্রেম কুমার চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী এনআরবিসি ব্যাংকের সকল পরিচালক, কর্মকর্তা এবং ক্রেডিট কার্ডধারী কন্টিনেন্টাল হসপিটালসে চিকিৎসা ব্যায়ের উপর বিশেষ সুবিধা পাবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আহসান খলিল, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কবীর আহমেদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সিএফও হারুনুর রশিদসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
Be the first to comment on "এনআরবিসি ব্যাংক ও কন্টিনেন্টাল হসপিটালসের মধ্যে চুক্তি"