নিউজ ডেস্ক : মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় আওয়ামী লীগের টাঙ্গাইল ৩ আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানার জামিনের আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জামিনের আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।
তিনি পরে জানান, আদালত জামিনের আবেদন মঞ্জুর না করতে চাইলে আসামিপক্ষের আবেদনের প্রেক্ষিতে আবেদনটি আউট অব লিস্ট (কার্যতালিকা থেকে বাদ) করা হয়। এর আগে গত ৯ অক্টোবর একই আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছিলেন বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ। আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা কমিটির সদস্য ফারুক আহমেদকে ২০১৩ সালের ১৮ জানুয়ারি গুলি চালিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় দায়ের করা মামলায় এমপি রানা গত ১৮ সেপ্টেম্বর আত্মসমর্পণ করলে তাকে জেলহাজতে পাঠান বিচারিক আদালত। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন। পরে আবারও জামিনের আবেদন জানালে গত ২৬ সেপ্টেম্বর টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবুল মনসুর মিয়ার আদালত তার জামিন নাকচ করে দেন। বিচারিক আদালতে নাকচের পর হাইকোর্টে জামিনের আবেদন জানানো হয়। এ মামলায় গত ৩ ফেব্রুয়ারি এমপি রানা ও তার তিন ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
Be the first to comment on "এবারও হাইকোর্টে এমপি রানার জামিন নামঞ্জুর"