শিরোনাম

এবার লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মিম

নিউজ ডেস্ক : লাক্স-চ্যানেল আই সুপার স্টার ২০০৭ সালের প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিলেন বিদ্যা সিনহা মিম। এরপর শুরু হয় তার পথচলা। সফলতার সঙ্গে নাটক, বিজ্ঞাপন ও চলচ্চিত্রে কাজ করছেন এই জনপ্রিয় মডেল ও অভিনেত্রী।

তবে অভিনয়ের পাশাপাশি এবার লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করছেন তিনি। গতকাল লাক্সের নতুন একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ শুরু করেছেন এই অভিনেত্রী। এ প্রসঙ্গে মিম বলেন, ”প্রথমবার লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছি। বেশ ভালো লাগছে।”

বিজ্ঞাপন প্রসঙ্গে মিম বলেন, ”নতুন এই বিজ্ঞাপনের থিমটি ভালো লেগেছে। জলে থাকা পদ্ম ফুলকে নিয়ে স্টোরিটা তৈরি হয়েছে। এটি পরিচালনা করছেন সাবরিনা আইরিন।”

এদিকে জানা গেছে আরও চার-পাঁচটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করবেন মিম। এর পাশাপাশি সারা দেশের বিলবোর্ডেও শোভা পাবে তার ছবি। অন্যদিকে সামনেই অস্ট্রেলিয়া যাচ্ছেন তিনি। পরিবারসহ অবকাশ যাপনের জন্যই তার এই ভ্রমণ। তবে বিজ্ঞাপন ও বিলবোর্ডের কাজ শেষ করেই তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়াল দেবেন।

 

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "এবার লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মিম"

Leave a comment

Your email address will not be published.


*