নিউজ ডেস্ক : বাংলাদেশ কমার্স ব্যাংকের ঋণ জালিয়াতি মামলায় নীলফামারী ৪ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য (এমপি) শওকত চৌধুরীর জামিন বাতিলে রুল জারি করেছেন আদালত। আগামী ১০ দিনের মধ্যে তাকে এ রুলের জবাব দেওয়ার জন্য বলা হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
ঋণ জালিয়াতি মামলার অপর দুই আসামি কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আসাদুজ্জামান ও ব্যাংকের বংশাল শাখা ব্যবস্থাপক হাবিবুল গনির জামিন আবেদনের শুনানি শেষে স্বতঃপ্রণোদিত হয়ে আদালত এ আদেশ দেন।
এমপি শওকত চৌধূরী জালিয়াতির মাধ্যমে তার ৩টি প্রতিষ্ঠানের নামে ১০২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ এনে ২০১৫ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করে। বিচারিক আদালত থেকে এ মামলায় জামিন নেন শওকত।
Be the first to comment on "এমপি শওকতের জামিন বাতিলে রুল"