নিউজ ডেস্ক : রাজধানীর ওয়ারীতে এসি বিস্ফোরণে দাদি ও নাতি দগ্ধ হয়েছে। শনিবার সকাল পৌনে ৭টার দিকে টিপু সুলতান রোডের ২২ নম্বর বাড়ির চারতলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ডিএমসি) বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ফাহিমের (১৪) শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে। সে ধানমণ্ডির অক্সফোর্ড স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। তার বাবার নাম ফয়সাল আহমেদ। এ ছাড়া দাদি ফারুল বেগমের (৬০) শরীরের ৩৭ শতাংশ পুড়ে গেছে।
ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল বিষয়টি নিশ্চিত করেছেন।
ওয়ারী থানার এসআই হারুন জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থলে যান। সকালে হঠাৎ এসির বিস্ফোরণ হলে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ দুজন একই ঘরে ঘুমিয়ে ছিলেন।
Be the first to comment on "ওয়ারীতে এসি বিস্ফোরণে দাদি ও নাতি দগ্ধ"