নিউজ ডেস্ক : গণভোটে প্রথম শান্তি চুক্তি প্রত্যাখ্যাত হওয়ার পর বামপন্থি ফার্ক বিদ্রোহীদের সঙ্গে নতুন আরেকটি চুক্তি করেছে কলম্বিয়া সরকার।
বৃহস্পতিবার দেশটির রাজধানী বোগোটায় অনাড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মধ্যে দুই পক্ষের মধ্যে সংশোধিত চুক্তিটি স্বাক্ষর হয়। খবর বিবিসির।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর দেশটির প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস এবং বিদ্রোহী ফার্ক সংগঠনের নেতা রদ্রিগো লনদোনো করমর্দন করেন।
এ সময় অনুষ্ঠানস্থল ‘হ্যাঁ, আমরা পেরেছি’ রবে মুখরিত হয়ে উঠে। অনুষ্ঠানে উপস্থিত আট শতাধিক অতিথি চিৎকার আর হাততালিতে চুক্তিকে স্বাগত জানায়।
প্রথম চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অবশ্য আড়াই হাজারের বেশি অতিথি উপস্থিত ছিলেন। সেই চুক্তি গত ২ অক্টোবর পপুলার ভোটে প্রত্যাখ্যাত হয়।
তবে এবারের চুক্তিটি অনুমোদনের জন্য গণভোটের পরিবর্তে কংগ্রেসে পেশ করা হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট সান্তোস।
দেশটিতে ৫২ বছর ধরে গৃহযুদ্ধের অবসান এই চুক্তির লক্ষ্য। গৃহযুদ্ধে দুই লাখ ২০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
আগের চুক্তিটি গণভোটে প্রত্যাখ্যাত হওয়ার মাস খানেকের মধ্যে ওই চুক্তিটি সংস্কার করে নতুন রূপ দিয়েছে দুই পক্ষের মধ্যস্থতাকারীরা।
এরপর রক্ষণশীল কলম্বিয়ানদের কাছে চুক্তিটিকে আরও গ্রহণযোগ্য করতে ফার্ক ও সরকারের মধ্যস্থতাকারীরা এতে ৫০টিরও বেশি পরিবর্তন করেছে।
কিন্তু কলম্বিয়ার বিরোধী দলগুলো বলছে, এবারের চুক্তিটিতেও মানবাধিকার লংঘনকারী বিদ্রোহীদের শাস্তি দেয়ার কোনো সুযোগ রাখা হয়নি।
Be the first to comment on "কলম্বিয়ায় ফার্ক বিদ্রোহীদের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর"