নিউজ ডেস্ক : সাতক্ষীরার কলারোয়া পৌর মেয়র বিএনপি নেতা গাজী আকতারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার দুপুর ১টার দিকে তাঁর কার্যালয়ের সামনে থেকে আটক করা হয় তাঁকে।
কলারোয়া থানার ওসি শেখ এমদাদুল হক বলেন, “গাজী আক্তারুল ইসলাম কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামালা মামলার আসামি। তাঁর বিরুদ্ধে নাশকতার তিনটি মামলা রয়েছে। কয়েকদিন ধরে তিনি বিএনপি ও জামায়াত-শিবিরের সঙ্গে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করার পাঁয়তারা করে আসছিলেন। আজ দুপুরে তাঁকে কলারোয়া বাসস্ট্যান্ড থেকে আটক করা হয়েছে।”
থানা হাজতে আটক মেয়র আকতারুল ইসলাম জানান, তাঁর নামে শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলা থাকলেও তিনি জামিনে রয়েছেন। পুলিশ তাঁকে হয়রানি করতে সাজানো মামলায় আটক দেখাচ্ছে।
Be the first to comment on "কলারোয়া পৌর মেয়র গ্রেপ্তার"