শিরোনাম

কাবাডিতে জাতীয় পর্যায় রানার্সআপ লোহাগড়ার এলএসজেএন ইনস্টিটিউশন

কাবাডিতে জাতীয় পর্যায় রানার্সআপ লোহাগড়ার এলএসজেএন ইনস্টিটিউশন

নিউজ ডেস্ক॥ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ৪৬তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডি খেলায় নড়াইলের লোহাগড়া উপজেলার এলএসজেএন ইনস্টিটিউশন রানার্সআপ হয়েছে। বাংলাদেশ জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি এ খেলার আয়োজন করে।
গত ১৪ সেপ্টেম্বর যশোর উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে পাঁচদিনের জাতীয় চূড়ান্ত প্রতিযোগিতা উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে ধাপে ধাপে এ প্রতিযোগিতা জাতীয় পর্যায়ে শেষ হয়।
গতকাল সোমবার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক অধ্যাপক মো. ইলিয়াস হোসেন, যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আব্দুল আলীম, ওই ক্রীড়া সমিতির সম্পাদক ও মাউশির উপপরিচালক ফারহানা হক প্রমুখ।
এলএসজেএন ইনস্টিটিউশনের শিক্ষার্থী আইউব আলী, শাকিল মুন্সী, সমেন বিশ্বাস, মিকাইল মোল্লা, শাকিল শেখ, আরিফুজ্জামান, মেহেদী হাসান, সুমন শেখ, তসলিমউদ্দীন, দিদার শেখ ও আবুল হোসেন এ কাবাডি খেলায় অংশ নেয়।
এ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সরদার আব্দুল্লাহ আল ফারুক বলেন, গত চারবছর ধরে নিয়মিত চর্চা ও চেষ্টায় এ সাফল্য এসেছে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "কাবাডিতে জাতীয় পর্যায় রানার্সআপ লোহাগড়ার এলএসজেএন ইনস্টিটিউশন"

Leave a comment

Your email address will not be published.


*