নিউজ ডেস্ক॥ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ৪৬তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডি খেলায় নড়াইলের লোহাগড়া উপজেলার এলএসজেএন ইনস্টিটিউশন রানার্সআপ হয়েছে। বাংলাদেশ জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি এ খেলার আয়োজন করে।
গত ১৪ সেপ্টেম্বর যশোর উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে পাঁচদিনের জাতীয় চূড়ান্ত প্রতিযোগিতা উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে ধাপে ধাপে এ প্রতিযোগিতা জাতীয় পর্যায়ে শেষ হয়।
গতকাল সোমবার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক অধ্যাপক মো. ইলিয়াস হোসেন, যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আব্দুল আলীম, ওই ক্রীড়া সমিতির সম্পাদক ও মাউশির উপপরিচালক ফারহানা হক প্রমুখ।
এলএসজেএন ইনস্টিটিউশনের শিক্ষার্থী আইউব আলী, শাকিল মুন্সী, সমেন বিশ্বাস, মিকাইল মোল্লা, শাকিল শেখ, আরিফুজ্জামান, মেহেদী হাসান, সুমন শেখ, তসলিমউদ্দীন, দিদার শেখ ও আবুল হোসেন এ কাবাডি খেলায় অংশ নেয়।
এ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সরদার আব্দুল্লাহ আল ফারুক বলেন, গত চারবছর ধরে নিয়মিত চর্চা ও চেষ্টায় এ সাফল্য এসেছে।
Be the first to comment on "কাবাডিতে জাতীয় পর্যায় রানার্সআপ লোহাগড়ার এলএসজেএন ইনস্টিটিউশন"