নিউজ ডেস্ক : কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। ১০৩টি কেন্দ্রের মধ্যে ১০১টিতে আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলার পর শুরু হয়েছে গণনা। কেন্দ্র থেকে পাঠানো ফলাফল কুমিল্লা টাউন হলে রিটার্নিং কর্মকর্তার নিয়ন্ত্রণ কক্ষে পৌঁছালে সেখান থেকে তা একীভূত আকারে ঘোষণা করা হবে।
ভোটগ্রহণ শেষে রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল ভোট শেষে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘দুটি কেন্দ্র গোলাযোগের কারণে স্থগিত করা হয়েছে। বাকি সব কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে শান্তিপূর্ণভাবে। ‘
সাবেক সচিব কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর এটাই বড় পরিসরে প্রথম প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট, যেখানে আস্থার প্রতিফলন দেখার প্রত্যাশার কথা বলে আসছিল বিগত কমিশনের সমালোচনামুখর বিএনপি। এ কারণে কুমিল্লার নির্বাচনকে কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের আস্থা তৈরির পরীক্ষা হিসেবে দেখা হাচ্ছিল।
কিন্তু কুমিল্লা সদর দক্ষিণ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাক্কু ভোট শুরুর এক ঘণ্টার মাথায় কয়েকটি কেন্দ্রে অনিয়মের অভিযোগ করেন।
সাক্কু ও সীমা ছাড়াও জাতীয় সমাজতান্তিক দল-জেএসডির শিরিন আক্তার ও স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশীদ মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এ ছাড়া সিটি করপোরেশনের ২৭টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ১১৪ জন এবং ৯টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ৪০ জন প্রার্থী ছিলেন এবার। নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘সার্বিকভাবে এ নির্বাচন ভালো হয়েছে। যেখানেই অনিয়ম পেয়েছে সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে কেন্দ্র। এ নির্বাচন সবার প্রত্যাশা পূরণ করবে। ‘
Be the first to comment on "কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষ"