নিউজ ডেস্ক : কালি লাগতে শুরু করেছে ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলির ক্রিকেট ক্যারিয়ারে। বিশাখাপত্তনমে ইংল্যান্ডকে দ্বিতীয় টেস্ট হারানোর পর কোহলির বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ উঠে। এ সংক্রান্ত রাজকোট টেস্টের কয়েকটি ছবিও প্রকাশ করে বিখ্যাত ব্রিটিশ ট্যাবলয়েড ‘ডেইলি মেইল’। এমতাবস্থায় দলের প্রধান কোচ অনিল কুম্বুলে কে পাশেই পেলেন কোহলি।
এর আগে ডেইলি মেইলের এমন অভিযোগ গুরুত্ব দেয়নি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এবার কোহলির বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ সরাসরি খারিজ করে দিলেন ভারতীয় দলের কোচ অনিল কুম্বলে। তিনি বিষয়টিকে একেবারেই গুরুত্ব দিতে চান না।
কোহলির বিরুদ্ধে অবশ্য ইংল্যান্ড দল বা ম্যাচ রেফারির পক্ষ থেকেও কোনো অভিযোগ জানানো হয়নি। এই ধরনের অভিযোগ আইসিসির নিয়ম অনুযায়ী, ৫ দিনের মধ্যে করতে হয়। কিন্তু ব্রিটিশ সংবাদমাধ্যমের এই অভিযোগ নিয়ে তদন্তের কোনো সম্ভাবনাই নেই। তাই শেষ পর্যন্ত কোহলি নির্দোষই থাকছেন।
Be the first to comment on "কোহলির বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ উড়িয়ে দিলেন কোচ!"