নিউজ ডেস্ক : গাজীপুরে শনিবার এক কারখানার নির্মাণাধীন ৫তলা ভবনের ছাদ থেকে পড়ে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। নিহতের নাম শফিউল ইসলাম (২৫)। সে নীলফামারী সদর উপজেলার ফুলপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে ।
জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ক্যাম্পের এসআই মো. হারুন অর রশিদ ও স্থানীয়রা জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর জিতারমোড় এলাকাস্থিত ব্লো ক্রিয়েশন লিমিটেড নামের এক কারখানার ৫তলা ভবনের কাজ চলছিলো। শনিবার নীচ থেকে ওই কারখানার নির্মাণাধীন ৫তলার ভবনের ছাদের উপর রড তোলার সময় অসতর্কতার কারনে শফিউল ইসলাম ৫তলার ছাদ থেকে মাটিতে পড়ে যায়। এসময় অন্যরা তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
Be the first to comment on "গাজীপুরে ৫তলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু"