শিরোনাম

গার্ডিয়ানের উন্মোচন॥ ত্রাণ কর্মসূচির নামে আসাদ সরকারকেই পুষ্ট করছে জাতিসংঘ

নিউজ  ডেস্ক :  সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে এমন সংগঠনগুলোকে লাখ লাখ ডলার অনুদান দিয়েছে জাতিসংঘ। একটি ত্রাণ কর্মসূচির অংশ হিসেবে এ অনুদান দেওয়া হয়েছে। আর এর মধ্য দিয়ে পরোক্ষভাবে আসাদ সরকারকেই অনুদান দিয়েছে জাতিসংঘ। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক অনুসন্ধানী প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। সিরিয়ায় মানবিক সহায়তায় নিয়োজিত কমিউনিটির এক সদস্যের কাছ থেকে তথ্যগুলো পাওয়ার দাবি করেছে সংবাদমাধ্যমটি। তবে জাতিসংঘ দাবি করেছে, তারা কেবল প্রেসিডেন্ট আসাদের অনুমোদিত অল্প কয়েকজনের সঙ্গেই কাজ করেছে। আর ওই অর্থ যেন সঠিকভাবে ব্যয় হয় সেজন্য যেটুকু করা সম্ভব, তা তারা করেছে।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘ যাদেরকে অনুদান দিয়েছে তার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নে নিষিদ্ধের তালিকায় থাকা কোম্পানি, সিরিয়ার বিভিন্ন সরকারি বিভাগ এবং আসাদের স্ত্রী আসমা আল-আসাদ ও তার আস্থাভাজন রামি মাখলুফের নিয়ন্ত্রণাধীন দাতব্য সংস্থাও রয়েছে।
জাতিসংঘের এক মুখপাত্র জানিয়েছেন এ ছাড়া যুদ্ধবিধ্বস্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য তাদের হাতে বিকল্প ছিল না। তিনি বলেন, ‘সিরিয়ায় আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যত বেশি সম্ভব আক্রান্ত মানুষের কাছে পৌঁছানো। এক অনিরাপদ অবস্থায় অবরুদ্ধ দুর্গম জায়গাগুলোতে যারা যেতে পারে, তাদের খুঁজে বের করাটা একটা বড় চ্যালেঞ্জ। আর এজন্য আমাদের হাতে সীমিত বিকল্পই ছিল।’

তবে জাতিসংঘ যাই বলুক না কেন সমালোচকদের মতে, জাতিসংঘ এখন আপোসের ঝুঁকিতে আছে। তাদের আশঙ্কা, বাশার আল আসাদ সরকারের পক্ষের দাতব্য সংস্থাগুলোকে ত্রাণ সহায়তার জন্য যে অনুদান দেওয়া হয়েছে তা সরকার নিয়ন্ত্রিত এলাকাকে প্রাধান্য দিয়ে ব্যবহার করা হবে। আর এর মধ্য দিয়ে হাজার হাজার বেসামরিকের মৃত্যুর জন্য দায়ী বলে বিবেচিত আসাদ সরকারকেই সহায়তা দেওয়া হবে বলে আশঙ্কা জানান সমালোচকরা।

জাতিসংঘের সংশ্লিষ্টরা বিশ্বাস করেন, সিরিয়াতে ত্রাণ তৎপরতা চালানো খুব ব্যয়বহুল, চ্যালেঞ্জিং ও জটিলতাপূর্ণ। তবে সেই চ্যালেহ্জ মোকাবেলা করতে গিয়ে যে তারা ২০১১ সাল থেকে আসাদ সমর্থিত সংগঠনগুলোকে অনুদান দিয়েছে সে ব্যাপারটি এবারই প্রথম প্রকাশ্যে আসলো বলে দাবি করেছে গার্ডিয়ান।

জাতিসংঘ কোন কোন খাতে আসাদ সংশ্লিষ্টদের অনুদান দিয়েছে তা গার্ডিয়ানের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে দেখা যায়,

চাষাবাদ ও খামারের কাজ জোরালো করার জন্য সিরিয়ার সরকারকে ১৩ মিলিয়ন ডলারেরও বেশি অনুদান দিয়েছে জাতিসংঘ।

সিরিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানী সরবরাহকারী প্রতিষ্ঠানকে অন্তত ৪ মিলিয়ন ডলার অনুদান দেওয়া হয়েছে। এ প্রতিষ্ঠানটিও ইইউ-এর নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে।

সিরিয়ার ন্যাশনাল ব্লাড ব্যাংকের জন্য ৫ মিলিয়ন ডলারেরও বেশি ব্যয় করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর এ ব্লাড ব্যাংকটি আসাদ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে নিয়ন্ত্রণ করা হয়। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, এখান থেকে যাদের প্রয়োজন তাদেরকে রক্ত সরবরাহ করা হবে নাকি প্রথমে সামরিক বাহিনীতে রক্ত সরবরাহ করা হবে তা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ ছিল।

বাশার আল আসাদের স্ত্রী আসমার দাতব্য সংস্থা সিরিয়া ট্রাস্ট চ্যারিটি-এর সঙ্গে জাতিসংঘের দুটি সংস্থার অংশীদারত্ব রয়েছে। এ দাতব্য সংস্থাকে সাড়ে আট মিলিয়ন ডলার অনুদান দিয়েছে জাতিসংঘ। আসাদের স্ত্রীও যুক্তরাষ্ট্র ও ইইউ-এ নিষেধাজ্ঞার আওতায় আছেন।

সিরিয়ার অন্যতম ধনী ব্যক্তি রামি মাখলুফের মালিকানাধীন আল-বুস্তান অ্যাসোসিয়েশনকে ২ লাখ ৬৭ হাজার ৯৩৩ ডলার অনুদান দিয়েছে ইউনিসেফ। মাখলুফ আসাদের চাচাতো ভাই এবং বন্ধু। বেশ কয়েকটি সরকারপন্থী মিলিশিয়া গোষ্ঠীর সঙ্গে তার সংযোগ রয়েছে।

সিরিয়াটেল নামের একটি মোবাইল ফোন নেটওয়ার্ক চালান মাখলুফ। সাম্প্রতিক বছরগুলোতে এ নেটওয়ার্ককেও সাত লাখ ডলার অনুদান দিয়েছে জাতিসংঘ। মাখলুফের নামও ইইউ-এর নিষেধাজ্ঞায় রয়েছে।

জাতিসংঘের নিজস্ব নথিতে থাকা তথ্যের উল্লেখ করে গার্ডিয়ান জানায়, জাতিসংঘের সংস্থাগুলো অন্তত আরও ২৫৮টি সিরিয়ান কোম্পানির সঙ্গে কার্যক্রম চালিয়েছে। তাদেরকেও বিভিন্ন পরিমাণে অনুদান দেওয়া হয়েছে। এগুলোর বেশিরভাগেরই আসাদ সরকারের সঙ্গে সংশ্লিষ্টতা ও ঘনিষ্ঠতা রয়েছে।

ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে জাতিসংঘের কর্মীরা দামেস্কের ফোর সিজন হোটেলে থাকেন। ২০১৪-১৫ সালে তাদের থাকা-খাওয়াবাবদ এ হোটেলকে ৯২ লাখ ৯৬ হাজার ডলার পরিশোধ করতে হয়েছে। হোটেলটির এক তৃতীয়াংশের মালিকানা এখনও সিরিয়ার পর্যটন মন্ত্রণালয়ের হাতে। আর এ পর্যটন মন্ত্রণালয় ইইউ-এর নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে।

জাতিসংঘের দাবি, তাদের এ ত্রাণ কার্যক্রমের কারণে লাখ লাখ মানুষের প্রাণ বেঁচেছে। সিরিয়ায় কার্যক্রম পরিচালনা করতে হলে দেশটির সরকারের সঙ্গে কাজ করতে হবে বলেও উল্লেখ করেছে বিশ্বের জাতিরাষ্ট্রগুলোর এ জোট।

জাতিসংঘের মতে তাদের যুক্তরাষ্ট্র কিংবা ইই

উ-এর নিষেধাজ্ঞা মেনে কাজ করার বাধ্যবাধকতা নেই। এটি কেবল জাতিসংঘের নিষেধাজ্ঞার তালিকা অনুযায়ী ব্যবস্থা নেবে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "গার্ডিয়ানের উন্মোচন॥ ত্রাণ কর্মসূচির নামে আসাদ সরকারকেই পুষ্ট করছে জাতিসংঘ"

Leave a comment

Your email address will not be published.


*