নিউজ ডেস্ক : এক মাসও কাটল না। ফের বড়সড় ধস নামল পাহাড়ে। মঙ্গলবার রাতের ধসে মৃত্যু হয়েছে অন্তত দু’জনের। নিখোঁজ এক জন। সারাদিনের কাজের পর স্ত্রী, সন্তান নিয়ে নিজের বাড়িতে ঘুমোচ্ছিলেন মন লিম্বু। ঘুমের মধ্যেই ধসে পাহাড়ের অতল খাদে তলিয়ে গেলেন মন (৩৫), তাঁর স্ত্রী পেংকিত লিম্বু (২৩) এবং সাত বছরের ছেলে আনিশ। তল্লাশি চালিয়ে মন এবং পেংকিতের দেহ উদ্ধার হলেও এখনও নিখোঁজ আনিশ।
ঘটনাটি ঘটেছে দার্জিলিং থেকে ৭০ কিলোমিটার দূরে লোধামায়। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাত ৩টে নাগাদ হঠাৎই ধস নামে ওই এলাকায়। কিছু বুঝে ওঠার আগেই পাহাড়ের ঢালে থাকা মনবাবুর বাড়িটি তলিয়ে যায় গভীর খাদে। আশেপাশের আরও তিনটি বাড়ি ক্ষতিগ্রস্থ হয় ধসে। আহত হন ওই বাড়ির বাসিন্দারাও। প্রচণ্ড শব্দে ছুটে আসেন স্থানীয়রা। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে আসে লোধামা থানার পুলিশ। আহতদের লোধামা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
Be the first to comment on "ঘুমের মধ্যেই ধসে তলিয়ে গেলেন দম্পতি"