নিউজ ডেস্ক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ‘রিজেন্ট টেক্সটাইল’ নামে একটি কাপড়ের মিলে আগুন লেগেছে।
রোববার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার কালুরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।
ঘটনাস্থলে থাকা ওই মিলের প্রহরী জমির উদ্দিন জানান, ‘রিজেন্ট টেক্সটাইল’ মিলের ২য় তলার অফিস কর্মকর্তা কক্ষে প্রথমে আগুন দেখা যায়। পরে আগুন অন্য কক্ষে ছড়িয়ে পড়ে।
পরে খবর দিলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়েন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।
তবে কোথা থেকে আগুনের সূত্রপাত তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।
Be the first to comment on "চট্টগ্রামে টেক্সটাইল মিলে আগুন, নিয়ন্ত্রণের চেষ্টা চলছে"