শিরোনাম

চার্জ গঠনের জন্য রাষ্ট্রপক্ষের সময় আবেদন মঞ্জুর

নিউজ ডেস্ক : মার্ক বাংলাদেশ শিল্প অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কম্পানির শেয়ার কেলেঙ্কারির মামলাটির চার্জ গঠনের জন্য রাষ্ট্রপক্ষের সময় আবেদন মঞ্জুর করেছেন শেয়ারবাজার-সংক্রান্ত মামলা নিষ্পত্তিতে গঠন করা বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আকবর আলী শেখ। আজ সোমবার এ আবেদন মঞ্জুর করা হয়। এর আগে ৬ নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত থেকে এই ট্রাইবুন্যালে মামলাটি স্থানান্তরিত হয়। বিএসইসির প্যানেল আইনজীবী মাসুদ রানা বলেন, মার্ক বাংলাদেশ শিল্প অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর শেয়ার কেলেঙ্কারির মামলাটির চার্জ গঠনের জন্য আবেদন করলে আদালত তা মঞ্জুর করেছেন।

১৯৯৯ সালে শেয়ার নিয়ে কারসাজির দায়ে ২০০০ সালে মার্ক বাংলাদেশ শিল্প অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কম্পানিটিসহ চারজনকে আসামি করে মামলা করা হয়। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষে প্রতিষ্ঠানটির তৎকালীন উপপরিচালক আহমেদ হোসেন মামলা দায়ের করেন। সিকিউরিটিজ অধ্যাদেশ এর ২৫ ধারা অনুযায়ী এ মামলা করা হয়। সিএমএম আদালতের ১৩৬৪/২০০০ নম্বরের মামলাটি ট্রাইবুন্যালে হয়েছে ৩/১৬ নম্বর।

এ মামলার আসামিরা হলেন মার্ক বাংলাদেশ শিল্প অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ইমাম মুলকুতুর রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল হাই ও পরিচালক সালমা আক্তার। এ মামলায় সাক্ষী হিসাবে রয়েছেন বিএসইসির তৎকালীন উপপরিচালক আহমেদ হোসেনসহ ৬ কর্মকর্তা। অন্যরা হলেন নির্বাহী পরিচালক আনোয়ার উল কবির ভূইয়া, পরিচালক ফরহাদ আহমেদ, উপপরিচালক এ টি এম তারেকুজ্জামান, উপপরিচালক শুভ্রকান্তি চৌধুরী ও উপপরিচালক সৈয়দ শফিকুল হোসেন।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "চার্জ গঠনের জন্য রাষ্ট্রপক্ষের সময় আবেদন মঞ্জুর"

Leave a comment

Your email address will not be published.


*