জাতীয় দলের ক্যাম্পে মোশাররফ

নিউজ ডেস্ক : বাঁ হাতি স্পিনার মোশাররফ হোসেন। শেষবার আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন সেই ২০০৮ সালে। এবার ইংল্যান্ডের বিপক্ষে ঘরোয়া সিরিজ সামনে রেখে বাংলাদেশের প্রাথমিক দলে ঢুকে পড়লেন। এই সপ্তাহের শুরুতেই দলের সাথে অনুশীলনে যোগ দিয়েছেন। ওয়ানডেতে দ্বিতীয় স্পিনার হিসেবে তাকে খেলানোর জন্য বিবেচনা করা যেতে পারে।

ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফরমার ৩৪ বছরের মোশাররফ। এই বছর স্পিন বোলারদের বিশেষায়িত হাই পারফরম্যান্স দলের সদস্য ছিলেন। ২৫ আগস্ট পরিবারের সাথে বেড়াতে ভারত গিয়েছিলেন। কিন্তু কলকাতায় দুদিন পরই বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের কাছ থেকে এসওএস পেয়েছেন। মনে হচ্ছে অবৈধ বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ থাকা আরাফাত সানির জায়গা নিতেই তাকে ডাকা হয়েছে।

ভারতের সাবেক স্পিনার ভেঙ্কটাপতি রাজুর অধীনে বিশেষায়িত ক্যাম্পে ছিলেন মোশাররফ। বোঝা যায় জাতীয় কোচ চন্দিকা হাথুরুসিংহে তার কাছ থেকেই মোশাররফের প্রশংসা শুনে থাকবেন। বাংলাদেশের মাটিতে দ্বিতীয় স্পিনারের প্রয়োজনও আছে। এখানে মোশাররফের দীর্ঘ অভিজ্ঞতা বড় কাজে আসতে পারে।

২০০৮ সালে তিনটি ওয়ানডে খেলেছিলেন মোশাররফ। এরপর ওই বছরের শেষে ভারতের বিদ্রোহী লিগ আইসিএলে ঢাকা ওয়ারিয়র্সে যোগ দেন। পরে ফিরে আসলেও আর জাতীয় দলে জায়গা হয়নি। ২০১৩ সালে বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ে জড়ায় তার নাম। কিন্তু পরে মুক্তি পান অভিযোগ থেকে। সাময়ীক নিষেধাজ্ঞাও উঠে যায়। এবার ঢাকা লিগে লিজেন্ডস অব রুপগঞ্জের পক্ষে ব্যাটে-বলে ভালো পারফরম্যান্স ছিল তার।

 

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "জাতীয় দলের ক্যাম্পে মোশাররফ"

Leave a comment

Your email address will not be published.


*