জাতীয় দলের সঙ্গে মেসির অনুশীলন

নিউজ ডেস্ক : কোপা আমেরিকার ফাইনালের পর জাতীয় দলকে বিদায় বলে দিয়েছিলেন। তবে সেই ‘বিদায়’ দুই মাসের বেশি স্থায়ী হলো না, অবসর ভেঙে আবারও জাতীয় দলে ফেরার ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি।

সামনেই রয়েছে বিশ্বকাপ বাছাইপর্বের খেলা। তার আগে তিনি চোটে পড়েছেন এ খবরে সকলের মনেই আশঙ্কা তৈরি হয়েছিল মেসির বাছাইপর্বে খেলা নিয়ে। তবে সকল আশঙ্কা দূর করে মেসি দলের অনুশীলনে যোগ দিয়েছেন।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন তাদের অফিসিয়াল টুইটার পেজে সতীর্থদের সঙ্গে মেসির অনুশীলনের কয়েকটি ছবি পোস্ট করেছে। এসময় মেসিকে কোচ এডগার্দো বাউজার সঙ্গেও দেখা গিয়েছে।

যদিও মেসি হ্যামস্ট্রিং ইনজুরিতে ছিল। তবে সে চোট কাটিয়ে তিনি ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে পারবেন বলে আশাবদী দলের কোচ।

তবে মেসির চোটের ব্যাপারে এখনও অফিসিয়ালি কোনো মন্তব্য দেয়নি এএফএ। আগামী শুক্রবার (২ সেপ্টেম্বর) নিজেদের মাঠে আর্জেন্টিনা মুখোমুখি হবে উরুগুয়ের। এর পাঁচদিন পর ভেনেজুয়েলার মাঠে আতিথ্য নেবে তারা। এ দুটি ম্যাচকে সামনে রেখেই চলছে তাদের অনুশীলন।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "জাতীয় দলের সঙ্গে মেসির অনুশীলন"

Leave a comment

Your email address will not be published.


*