নিউজ ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক সাংবাদিককে পিটিয়ে আহত করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেট) বুধবার রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। পরে সাংবাদিক শফিককে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বহিরাগত এক লোকের মোটরসাইকেল থেকে হঠাৎ করেই এক নারী লাফিয়ে রাস্তায় পড়েন। লোকটি ওই নারীকে অপহরণ করার চেষ্টা করছে দাবি করে সেখানে উপস্থিত শিক্ষার্থীদের সাহায্য চান তিনি। পরে শিক্ষার্থী ও নিরাপত্তা কর্মীরা তাদের দুজনকে নিরাপত্তা চৌকিতে নিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ এসে মূল ঘটনা জানার চেষ্টা করে। এর একপর্যায়ে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার ধর্ম বিষয়ক সম্পাদক মহিতোষ রায় টিটু বহিরাগত লোকটিকে সেখান থেকে নিয়ে যেতে চাইলে বাঁধা দেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শফিক।
বিষয়টি নিয়ে শফিকের সঙ্গে টিটুর বাকবিতন্ডা হয়। এ সময় শফিক বলেন, ‘ভাই (টিটু) যদি কিছু বলতে চান তাহলে সবার সামনে এখানেই বলতে হবে। অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে না। স্যারদের সঙ্গে কথা হয়েছে, তারা আসলে বিষয়টি সমাধান করবেন।’
তারা আরো জানান, ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক টিটু ওই ব্যাক্তিকে আলাদা করতে না পারায় ক্ষিপ্ত হয়ে শফিকের উপর অতর্কিত হামলা চালায়। মহিতোষ টিটুর নেতৃত্বে ১৫-২০ জন ছাত্রলীগ কর্মী রড ও লোহার চেন দিয়ে শফিকের পিঠ, ঘাড় ও মাথায় আঘাত করে। পরে অন্যান্য শিক্ষার্থী ও সাংবাদিকরা তাকে উদ্ধার করে।
এদিকে, এ ঘটনা প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় গতকাল (বুধবার) রাতেই শাখা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মহিতোষ রায় টিটুকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সাময়িক বহিষ্কার করেছে। বহিষ্কারের বিষয় নিশ্চিত করছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান।
এ বিষয়ে কথা বলতে চাইলে মহিতোষ রায় টিটুর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা জানান, এ ব্যাপার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ছাত্রলীগের এ ধর্ম বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে এ বছরের মার্চ মাসে প্রভোস্ট লাঞ্চনার অভিযোগ রয়েছে। ২০১৫ সালের মে মাসে তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করে বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রী। এছাড়া ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি গভীররাতে মীর মোশারফ হোসেন হলে ১১০/বি নং কক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীসহ তাকে উদ্ধার করা হয়।
Be the first to comment on "জাবিতে সাংবাদিককে মারধর, ছাত্রলীগ নেতা বহিষ্কার"