শিরোনাম

টঙ্গীতে সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধার অভিযান শুরু

নিউজ ডেস্ক : টঙ্গীর বিসিক শিল্প নগরীর দুর্ঘটনা কবলিত ট্যাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানার ধ্বংসস্তূপে সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধার অভিযান শুরু হয়েছে।

সেনাবাহিনীর ১৪ সতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের কমান্ডার ব্রি. জে. এ এস এম মাহমুদ হাসানের নেতৃত্বে সোমবার সকাল থেকে এ অভিযান শুরু হয়। অভিযানে পুলিশ, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন বাহিনী অংশ নিয়েছে।

উল্লেখ্য, শনিবার এই কারখানায় বয়লার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে ২৪ জন নিহত হন। রবিবার হাসপাতালে একজন মারা যাওয়ার পর ধ্বংসস্তূপ থেকে চারটি এবং সোমবার সকালে আরও দু’জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে সরকারি হিসেবে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ জনে। তবে একাধিক বেসরকারি সূত্রের হিসেবে মৃতের সংখ্যা ৩৩ বলে জানা গেছে। এখনো তিনজন শ্রমিক নিখোঁজ রয়েছে। তবে ধ্বংসস্তূপের ভেতর থেকে রবিবার (১১ সেপ্টেম্বর) প্রথমে ছয়টি লাশ উদ্ধার করার কথা বলা হলে মৃতের সংখ্যা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়। বিভিন্ন গণমাধ্যমে ওই হিসেবের প্রেক্ষিতে সংবাদ প্রকাশিত হয়। পরে ফায়ার সার্ভিসের মহাপরিচালক লে. কর্নেল মোশাররফ হোসেন এক সংবাদ সম্মেলনে বলেন, আসলে মরদেহ ছয় জনের নয়, চার জনের। রাত পৌনে আটটার দিকে নিয়ন্ত্রণ কক্ষের সামনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, লাশগুলো বিকৃত ও অংশ বিশেষ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় এই ভুলবুঝাবুঝির সৃষ্টি হয়েছে। তিনি বলেন, পরে আমরা যাচাই বাছাই শেষে আমাদের ভুল বুঝতে পারি।

 

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "টঙ্গীতে সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধার অভিযান শুরু"

Leave a comment

Your email address will not be published.


*